Thursday, October 2, 2014

বিদেশীদের পকেটে ৭৫ ভাগ

বিদেশীদের পকেটে ৭৫ ভাগ 



দাতা সংস্থার কঠিন শর্তের বেড়াজালে পড়ে বৈদেশিক ঋণের প্রায় ৭৫ শতাংশ অর্থই চলে যাচ্ছে বিদেশে। এর মধ্যে প্রকল্পে বিদেশী পরামর্শক নিয়োগ ও পণ্য আমদানি বাবদ ঋণের একটি বড় অংশ চলে যায় দেশের বাইরে। এছাড়া একই দাতা সংস্থা থেকে নেয়া পুরনো ঋণের সুদসহ কিস্তি পরিশোধ বাবদও নতুন ঋণের একটি মোটা অঙ্কের অর্থ যায় বিদেশীদের পকেটে।

সরকারের উন্নয়ন প্রকল্পের জন্য নেয়া এসব বৈদেশিক ঋণের বাকি ২৫ শতাংশ খরচ হয় দেশের উন্নয়ন প্রকল্পে। এ অর্থের আবার বড় একটি অংশ চলে যাচ্ছে দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিবিদদের কাছে। যার সত্যতা মিলেছে চলমান পাঁচটি প্রকল্পে কেনাকাটা সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে সম্প্রতি প্রকল্পের অর্থ প্রত্যাহার করে নিয়েছে বিশ্বব্যাংক। 

- See more at: http://www.jugantor.com/first-page/2014/10/02/155462#sthash.KxE3Rswq.dpuf

No comments:

Post a Comment