Thursday, February 17, 2011

Fwd:



---------- Forwarded message ----------
From: Ashraf Shishir (আশরাফ শিশির) <ashrafshishir@gmail.com>
Date: 2011/1/8
Subject: Re:


gorom gorom lekha!

2011/1/7 Subir Dey <sdey2146@gmail.com>

হ্যাঁ , আমি চাই...(সুবীর দে)

 

আমি মানুষ হতে চাই।

আমি মানুষ হয়ে আরেক মানুষের

হাতে হাত রাখতে চাই।

আমি ডাক্তার হতে চাই।

আমি ডাক্তার হয়ে বিধবা মায়ের

অসুস্থ শিশুর শিয়রে থাকতে চাই।

আমি ভালবাসতে চাই।

ভালবেসে আমি গ্রাম হতে গ্রামে-

অসহায়দের বুকে চাই।

 

প্রশাসন যেথা দূর অস্ত,

মানুষ যেথা অনাহারে রোজ মরে,

আমি পৌঁছে যেতে চাই-

আদিবাসীদের সেই ছাদ-ছাড়া  খোলা ঘরে।

সহজ সরল নিষ্পাপ সেই

আদিবাসীদের দুঃখ ভোলাতে চাই ।।

 

বিদ্যু কি জানেনা তারা।

উন্নয়ন কি বোঝেনা যারা,

আমি তাদের দুয়ারে সামান্যতম

জ্ঞানের আলোক জ্বেলে দিতে চাই।

 

শীত গ্রীষ্ম বর্ষা - বন্যা খরা তুফানে,

কখনো পায়ে হেঁটে কখনো সাইকেলে-

কেবলি প্রাণের টানে ...।

মরার জন্য বেঁচে থাকে যারা-  

আমি কেবলি তাদের কাছে থাকতে চাই।

আমি গরীব অবলা অসহায় সেই মানুষের

বন্ধু হতে চাই।

 

হ্যাঁ । আমি বিনায়ক সেন হতে চাই।

আমি রাষ্ট্রোদ্রোহী হতে চাই... 



No comments:

Post a Comment