Saturday, February 12, 2011

Fwd: [bangla-vision] ৭০ বিলিয়ন ডলারের মালিক হোসনি মোবারকের পরিবার



---------- Forwarded message ----------
From: Abdul Mannan Azad <mannanazad@yahoo.com>
Date: 2011/2/12
Subject: [bangla-vision] ৭০ বিলিয়ন ডলারের মালিক হোসনি মোবারকের পরিবার



 

৭০ বিলিয়ন ডলারের মালিক

Posted on February 11, 2011 at 5:52 PM

৭০ বিলিয়ন ডলারের মালিক হোসনি মোবারকের পরিবার

মিসরের পতিত শাসক হোসনি মোবারক ও তার পরিবার ৭০ বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদের মালিক। ৩০ বছর শাসনামলে তিনি সরকারি সুবিধা ভোগ করে বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে বিনিয়োগ করে এই সম্পদের মালিক হয়েছেন। লন্ডন, নিউইয়র্ক, লসএঞ্জেলসের মতো জায়গায় তার রয়েছে আলিসান বাড়ি। এছাড়া সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্সের ব্যাংকে তিনি বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রেখেছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা হোসনি মোবারকের এই সম্পদের হিসাব প্রকাশ করেছেন। আরবি সংবাদপত্র আল খবরের এক রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ও বেভারলি হিলসে মোবারকের রয়েছে বিলাসবহুল বাড়ি। মধ্য লন্ডনের বেলগ্রাভিয়ায় তার ছেলে গামাল ও আলা-এর উইলটন প্যালেস নামে একটি বিলাসবহুল বাড়ি আছে। প্রিন্সটন ইউনিভার্সিটির প্রফেসর আমানি জামিল বলেছেন, অন্যান্য আরব দেশের সম্পদশালী নেতাদের তুলনায় হোসনি মোবারকের সম্পদ কোনো অংশে কম নয়। মধ্যপ্রাচ্যের দুরহাম ইউনিভার্সিটির প্রফেসর ক্রিস্টোফার ডেভিডসন বলেন, হোসনি মোবারকের স্ত্রী সুজানি এবং তার দুই সন্তান বিদেশি কোম্পানির সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করেন। সরকারি সুযোগ সুবিধা ভোগ করে এ সব ব্যবসায় তারা সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। সর্বশেষ খবরে জানা যায়, সুইস ব্যাংকে জমাকৃত অর্থ জব্দ করা হয়েছে।

Categories: None

__._,_.___
Recent Activity:
Related links :
www.afterdowningstreet.org/bangladesh ;
www.mytown.ca/banglavision

              
.

__,_._,___



--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments:

Post a Comment