Saturday, April 27, 2013

বেআইনি চিটফান্ড নিয়ে সরব প্রধানমন্ত্রী!মোদীর পাশে রামদেব!चिट फंड घोटाले जैसी गतिविधियां रोकने की जरूरत: मनमोहन,কয়লা দুর্নীতি: আইনমন্ত্রীর পাশেই দাঁড়ালেন প্রধানমন্ত্রী

বেআইনি চিটফান্ড নিয়ে সরব প্রধানমন্ত্রী,মোদীর পাশে রামদেব

चिट फंड घोटाले जैसी गतिविधियां रोकने की जरूरत: मनमोहन

কয়লা দুর্নীতি: আইনমন্ত্রীর পাশেই দাঁড়ালেন প্রধানমন্ত্রী
কয়লা-কেলেঙ্কারিতে আইনমন্ত্রীর পাশে দাঁড়লেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ শনিবার মনমোহন সিং পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অশ্বিনী কুমারের ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই নেই৷ 

সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় সিবিআই শুক্রবার জানিয়েছিল, তাদের জমা দেওয়া স্টেটাস রিপোর্ট দেখেছিলেন আইনমন্ত্রী, প্রধানমন্ত্রীর দন্তরের আধিকারিকরা৷ এর পরই নৈতিক দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয় বিরোধীরা৷ একই সঙ্গে জোরালো ভাবে ওঠে আইনমন্ত্রী অশ্বিনী কুমারকে বহিষ্কার করার দাবি৷ প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়ার দাবিতে যে ইউপিএ কান দিচ্ছে না, সে কথা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন সনিয়া গান্ধী স্বয়ং৷ আর এবার আইনমন্ত্রীর বহিষ্কার বা পদত্যাগের বিষয়টি নাকচ করলেন প্রধানমন্ত্রী৷ এদিন তিনি বলেছেন, 'ওঁর ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই নেই৷ বিষয়টি আদালতে রয়েছে এবং বিচারাধীন৷' 
চিটফান্ড কেলেঙ্কারি: একাধিক সংস্থাকে দিয়ে তদন্ত করাবে কেন্দ্র
নয়াদিল্লি: সারদা কাণ্ডের পর এবার ভুঁইফোঁড় আর্থিক সংস্থাগুলির কাজকর্ম খতিয়ে দেখতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। সেবি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রক এই ধরনের আর্থিক সংস্থাগুলির উপর তদন্ত করবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। পাশাপাশি, সুদীপ্ত সেনের সারদা গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আয়কর দপ্তর। সারদা গোষ্ঠীর বিরুদ্ধে আলাদা করে মামলা রুজু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটও। 

পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে চিট ফান্ডের রমরমা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। গরিব মানুষের কষ্টের সঞ্চয় নিয়ে ফায়দা লোটা আর্থিক সংস্থাগুলির উপর এবার রাশ টানতে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা একাধিক সংস্থাকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সারদা কাণ্ডের জেরেই এই উদ্যোগ বলে শনিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। "গত কয়েক দিন ধরে সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, পূর্ব ভারতের গ্রাম ও আধা মফস্বল এলাকাগুলিতে ভুঁইফোঁড় আর্থিক সংস্থাগুলি অত্যন্ত প্রতিপত্তি বিস্তার করেছে। বিষয়টি সেবি, কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খতিয়ে দেখছে।" 

এদিকে রাজ্যে মোট কতগুলি চিটফান্ড রয়েছে ও তাদের কাজকর্মের বিষয়ে এবার বিস্তারিত জানতে চাইছে রাজ্য সরকার। সেইমতো সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের জেলায় মোট কতগুলি চিটফান্ড রয়েছে ও সেগুলির আয়-ব্যয়ের হিসেব জানাতে।

Saturday, 27 April 2013 16:42

नयी दिल्ली (भाषा)। पश्चिम बंगाल के चिट फंड घोटाले के परिप्रेक्ष्य में प्रधानमंत्री मनमोहन सिंह ने आज कहा कि ऐसी गतिविधियों को रोकने की आवश्यकता है। सिंह ने यहां राष्ट्रपति भवन में संवाददाताओं से कहा कि यह वायदा करना कि जमा धनराशि के बदले भारी भरकम राशि वापस मिलेगी और इसी वायदे के बदले लोगों से अनधिकृत रूप से राशि जमा कराने जैसी गतिविधियों को रोकने की जरूरत है ।
प्रधानमंत्री से इस मुद्दे पर टिप्पणी मांगी गयी थी, जिसने पश्चिम बंगाल में कई लोगों को प्रभावित किया है ।
केन््रद सरकार ने पहले ही ऐलान कर दिया है कि गंभीर धोखाधडी जांच कार्यालय : एसएफआईओ : कोलकाता स्थित सारदा समूह और चिट फंड कारोबार में शामिल देश की ऐसी अन्य कंपनियों की गतिविधियों की जांच करेगा ।
शेयर बाजार नियामक भारतीय प्रतिभूति एवं विनिमय बोर्ड : सेबी : भी ऐसी ही कंपनियों द्वारा अवैध रूप से धन जमा करने की गतिविधियों की जांच कर रहा है ।

कोलकाता स्थित सारदा समूह और अन्य इकाइयों की आरंभिक जांच से पता चलता है कि पश्चिम बंगाल और पूर्वोत्तर के राज्य चिट फंड कंपनियों की पसंदीदा जगहें हैं । निगमित मामलों के मंत्रालय के मुताबिक ऐसी कंपनियों की जांच कराने के लिए एसएफआईओ के तहत विशेष कार्यबल का गठन किया गया है । 
सारदा समूह द्वारा चिट फंड के जरिए निवेशकों को कथित रूप से लाखों रूपये का चूना लगाने के खिलाफ जनाक्रोश भडकने के बाद जांच शुरू की गयी ।
निगमित मामलों के मंत्रालय ने कहा है कि कार्यबल जांच कार्य में जरूरत पडने पर अन्य कानून प्रवर्तन एजेंसियों और नियामकों से समन्वय करेगा ।

পশ্চিমবঙ্গের সারদা কেলেঙ্কারি নিরিখে দেশজুড়ে বেড়ে চলা বেআইনি চিটফান্ডের কার্যকলাপ বন্ধ করার কথা বললেন খোদ প্রধানমনন্ত্রী মনমোহন সিং। শনিবার রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের তিনি বলেন, "স্বীকৃতি হীন বহু সংস্থা চড়া সুদ দেওয়ার লোভ দেখিয়ে বহু টাকা তুলছে।`` এগুলি অবিলম্বে বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

সারদা কাণ্ডে বহু সাধারণ মানুষ সর্বস্বান্ত হয়েছেন। সাংবাদিকদের এই প্রশ্ন এখনের সবচেয়ে বড় খবর নিয়ে মন্তব্য করতে পিছ পা হননি প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকার ইতমধ্যেই কোটি টাকার সারদা দুর্নীতি নিয়ে এসএফআইও তদন্তের নির্দেশ দিয়েছে। বেসরকারী ভুঁইফোঁড় সংস্থাগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সেবিও।


কয়লা কেলেঙ্কারিতে সুপ্রিমকোর্টে সিবিআইয়ের পেশ করা আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পদত্যাগের কোনও প্রয়োজন নেই বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার তিনি বলেন, "আইনমন্ত্রীর পদত্যাগের কোনও প্রশ্নই ওঠে না।" এখনও গোটা ঘটনার তদন্ত চলছে, ফলে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছন ঠিক হবে না বলে জানিয়েছেন মনমোহন সিং। 

গতকালই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডায়রেক্টর রঞ্জিত সিনহা আদালতে হলফনামা জমা দিয়ে জানান, শীর্ষ আদালতে রিপোর্ট পেশের আগেই আইনমন্ত্রী তার প্রতিলিপি চেয়ে পাঠিয়েছিলেন। সিবিআই শীর্ষ আধিকারিকের এই মন্তব্যের নিরিখে আইনমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন বিরোধীরা। 

গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৈঠক সেরে বেরনোর সময় চোখমুখে চাপ ফুটে উঠছিল অশ্বিনী কুমারের। আগামী সপ্তাহে শীর্ষ আদালত ঠিক কী রায় দেয় সেদিকেই তাকিয়ে কংগ্রেস শিবির। পদ ছাড়তে নারাজ আইনমন্ত্রীও। তাঁর কথায়, "আমি কোনও ভুল করিনি। সত্যিটা সামনে আসবেই।" 

তবে সি বি আই আধিকারিক স্পষ্ট করতে চাননি অশ্বিনী কুমার কয়লা দুর্নীতির রিপোর্টে কোনও ফের বদল করতে বলেছিলেন কিনা।


শক্তি বাড়ানোর চেষ্টায় নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই হরিদ্বারে মঙ্গলবার যোগগুরু রামদেবের সভায় গেলেন গুজরাত মুখ্যমন্ত্রী। রামদেবের একটি স্কুল উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদী মন্তব্য করেন, ভারতের নির্মান হয়েছে ধর্মীয় নেতাদের হাতেই। এ দিন তিনি বলেন, "আমি স্পষ্ট করে দিতে চাই, আজ পর্যন্ত কোনও ধর্মীয় গুরু আমার কাছে কিছু চাননি।" রামদেবের ডাকে হরিদ্বারে এসে তিনি যে খুশি তাও জানাতে ভোলেননি মোদী।

রামদেবের প্রশংসা করে মোদী বলেছেন, "ভারত নির্মানে এই সাধুদের ভূমিকা অনেক। আগে মানুষ বলত, এই সাধুরা কিছুই করেন না। এখন তাঁরাই অভিযোগ করেন, এঁরা অন্য কাজ কেন করছেন?" রামদেবের আন্দোলনের কোনও অসৎ উদ্দেশ্য নেই বলে মনে করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, "আমদের দু`জনের অবস্থাই এক। আমি কিছু না চাইলেও মানুষ দিল্লির কাছে জবাব চাইছেন।" 

প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা মোদীর মত, "আমি জীবনে বিশেষ কোনও প্রত্যাশা রাখি না। আমাকে মানুষের সেবায় কাজ করে যেতে হবে।" গুজরাত মুখ্যমন্ত্রীকে উন্নয়নের প্রতীক ব্যাখ্যা করে মানুষকে মোদীর সমর্থনে এগিয়ে আসার জন্য আবেদন করেছেন রামদেবও। প্রধানমন্ত্রীত্বের দৌড়ে মোদী যে একজন অন্যতম দাবিদার তাও স্পষ্ট করেছেন বাবা রামদেব।



মোদীর পাশে রামদেব


শক্তি বাড়ানোর চেষ্টায় নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই হরিদ্বারে মঙ্গলবার যোগগুরু রামদেবের সভায় গেলেন গুজরাত মুখ্যমন্ত্রী। রামদেবের একটি স্কুল উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদী মন্তব্য করেন, ভারতের নির্মান হয়েছে ধর্মীয় নেতাদের হাতেই। এ দিন তিনি বলেন, "আমি স্পষ্ট করে দিতে চাই, আজ পর্যন্ত কোনও ধর্মীয় গুরু আমার কাছে কিছু চাননি।" রামদেবের ডাকে হরিদ্বারে এসে তিনি যে খুশি তাও জানাতে ভোলেননি মোদী।

রামদেবের প্রশংসা করে মোদী বলেছেন, "ভারত নির্মানে এই সাধুদের ভূমিকা অনেক। আগে মানুষ বলত, এই সাধুরা কিছুই করেন না। এখন তাঁরাই অভিযোগ করেন, এঁরা অন্য কাজ কেন করছেন?" রামদেবের আন্দোলনের কোনও অসৎ উদ্দেশ্য নেই বলে মনে করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, "আমদের দু`জনের অবস্থাই এক। আমি কিছু না চাইলেও মানুষ দিল্লির কাছে জবাব চাইছেন।" 

প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা মোদীর মত, "আমি জীবনে বিশেষ কোনও প্রত্যাশা রাখি না। আমাকে মানুষের সেবায় কাজ করে যেতে হবে।" গুজরাত মুখ্যমন্ত্রীকে উন্নয়নের প্রতীক ব্যাখ্যা করে মানুষকে মোদীর সমর্থনে এগিয়ে আসার জন্য আবেদন করেছেন রামদেবও। প্রধানমন্ত্রীত্বের দৌড়ে মোদী যে একজন অন্যতম দাবিদার তাও স্পষ্ট করেছেন বাবা রামদেব।

No comments:

Post a Comment