তৃণমূল বলেছিল, সরকারে এসে তারা সিঙ্গুরের জমি ফেরত দেবে !কিন্তু 2011 সালের 14ই জুন বিধান সভায় "সিঙ্গুর আইন" পাশ করানোর সময়ই বোঝা গেছিল, এই তৃণমূল সরকার আসলে প্রচার চায়।কোলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ 2012 সালের 22শে জুন প্রদত্ত 'রায়ে' সিঙ্গুর আইনকে অবৈধ ঘোষণা করে।মামলা এখন "সুপ্রিম কোর্টে"।
নতুন মন্ত্রী সভা 'শপথ' নেবার ছদিন পরে 2011 সালের 26শে মে নতুন মন্ত্রীসভার শিল্প ও বানিজ্য মন্ত্রী পার্থ চ্যাটার্জী ঘোষণা করেন, সিঙ্গুর চুক্তি নাকি " আরও স্টাডি করতে হবে" । সেই 'স্টাডি' এখনো শেষ হয় নি !
চলো, আজ কিষাণী 'মা' সিঙ্গুর এর 'মাটি' ছুঁয়ে 'মানুষ' সামনে দাঁড়িয়ে এই 'অনৃত্যবাদী' সরকারের কাছে হিসাব চাইবে - আমরা তার সাক্ষী থাকব ।
Pl see my blogs;
Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!
No comments:
Post a Comment