Monday, July 2, 2012

Fwd: বাক পত্রিকা



---------- Forwarded message ----------
From: anupam mukhopadhyay <anupam_gtl@yahoo.co.in>
Date: 2012/7/2
Subject: বাক পত্রিকা



বন্ধু ,
 
আবার এসে পড়ল বাক । বাক ৬১ । plz log on : http://2000banglapoets.blogspot.in/2012/06/61st-post.html
 
এই মাসের কবি হয়েছেন ... অনিমিখ পাত্র । কবিতাগুলি পড়ে যারা অনিমিখের সাথে যোগাযোগ করতে চান , তাঁদের জন্য ওর নাম্বার ঃ ৯০৯৩৮ ৭৩৯১৩ ।
 
মূল পাতায় শ্যামলকান্তির গুচ্ছকবিতা পড়ে যারা তাঁকে কিছু জানাতে চাইবেন ঃ ৯৮৩০৭৮৩৯৭৯ ।
 
মূল পাতায় এবার বাংলাদেশের ১০ জন কবি লিখছেন । আমন্ত্রিত সম্পাদক তুহিন দাস । তাছাড়া রাখা হচ্ছে শ্যামলকান্তি দাশের একটি গুচ্ছ । এই কারণে এপার বাংলার কবিতা একটু হলেও কম থাকছে । যারা কবিতা পাঠিয়েছিলেন , তাঁদের কয়েকজনকে আগস্ট মাসের জন্য অপেক্ষা করতে হতে পারে । এবারের বাকের কবিতা বিভাগ হয়ত এখনও অবধি শ্রেষ্ঠ । ভারত বাংলাদেশ মিলিয়ে যা কাজ হয়েছে ... বাংলাদেশের অসামান্য কবিতাগুলোর প্রাপ্তির জন্য তুহিন দাসকে সবটুকু ধন্যবাদ দিতে হবে আপনাদের ...আমি সবিশেষ উল্লসিত এবং উত্তেজিত । বাক পরিবারের একটু অহংকারী হওয়া চলে এবার । তবে খুব অল্প সময়ের জন্য ।
 
বাকের 'গল্পনা' বিভাগে থাক অরূপরতন ঘোষের গল্পনা ... না পড়ে বেরিয়ে যাওয়ার ভুল করবেন না । ব্যক্তিগতভাবে বললাম । 'গল্পনা' বিভাগে এই লেখা আমার এখন অবধি সবচেয়ে মনে ধরেছে ।
 
থাকছে কবিতা পাক্ষিকের সম্পাদক মুরারি সিংহ-এর কবিতা বিষয়ক গদ্য ঃ কবিতা পাক্ষিক ও বাংলা কবিতা ।
 
বাকের সাক্ষাতকার বিভাগে এবার একটা বড়ো চমক থাকছে আপনাদের জন্য । দায়িত্ব নিয়েছেন মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায় ।
 
হাংরি জেনারেশনের স্রষ্টা কে ? হাংরি জেনারেশনে কারা ছিলেন প্রকৃতপক্ষে ? কারা সূচনালগ্নে ছিলেন ? বিভিন্নরকম তথ্য পাওয়া যাচ্ছে । মজার কথা হল , সম্প্রতি নাকি দে'জ পাবলিকেশন একটি সংকলন বের করেছেন যাতে মলয় রায়চৌধুরী , সমীর রায়চৌধুরীর লেখা নেই । ওঁরা তার মানে 'আসল হাংরি' নন ? মলয় শুধু শুধু জেল , চাকুরিচ্যুতি , মামলা , খ্যাতি এবং কুখ্যাতি ভোগ করলেন ? সে যাক । বাকে সমীর রায়চৌধুরী , মলয় রায়চৌধুরী এবং শৈলেশ্বর ঘোষ একত্রে আছেন ... তবে আলাদা বিভাগে । সমীরদা লিখেছেন কবিতা । মলয়দা অনুবাদ করেছেন অমৃতা প্রীতমের কবিতা । আর ... রমিত দে তার হারানো কবিতার জানালায় তুলে এনেছে শৈলেশ্বর ঘোষের একগুচ্ছ কবিতা ।
 
এবারের 'দৃশ্যত' বিভাগ না দেখলে যা হারানোর আপনারাই হারাবেন ... বিভাগীয় সম্পাদক জানাচ্ছেন ঃ দৃশ্যত বিভাগের কিছু চিন্তাসূত্র :
১।বাকের সহযোগী বিভাগ 'দৃশ্যত' প্রতিবারই মনে হয় কিছু চিন্তাসূত্র পাঠক/দর্শকদের দিলে কেমন হয়... এই সংখ্যায় এটি পরীক্ষামূলক ভাবে রাখা হলো ...কেমন লাগলো জানাবেন laduamit@gmail.com এ।
২।মিশ্রমাধ্যমে আঁকা শিল্পী ভাস্কর লাহিড়ীর ছবিটি বেশ পুরানো, সময়কাল ১৯৮৮ সাল। তার কিছুদিন আগে বাবা পরলোকে পাড়ি দিয়েছিলেন। সদ্য মৃত্যু দেখার অনুভূতি থেকে সৃষ্ট এই ছবিটি...
৩।রৌদ্র মিত্র এই সংখ্যার কনিষ্ঠ শিল্পী, সদ্য যুবক। তাঁর এই সময়ের(অস্থির) টানাপোড়েন ধরা পড়েছে "আই হেট মাই ফেস" শিরোনামের ছবিটিতে...
৪।বিশ্বভারতীর কলাভবনের ম্যুরাল স্টুডিওর সামনে স্থায়ী ভাবে রাখা আছে শিল্পী গৌরব রায়ের "ন্যাচারাল কলাম" শিল্পকর্মটি... বিশদ বলার অপেক্ষা রাখে না এটি...
৫।সামান্য বস্তুগত উপাদান দিয়েও যে রতিক্লান্ত নবদম্পতির অনুভব আনা সম্ভব তা প্রণব ফৌজদারের ছবি না দেখলে বিশ্বাস করা যায় না...
৬।"পিংক ব্রা-৩" শিরোনামে ছবিটিতে শিল্পী স্বপনকুমার মল্লিক এই সময়ের জটিলতাকে ধরার চেষ্টা করা করেছেন। এখানে আমরা দেখতে পাই দৃশ্যকামী পুরুষের মাউসের ক্লিক ঠিক করে দেয় নারীটির যৌন আবেদন কতখানি আর নারীটিও সেই স্কোর দেখে আত্মরতি অনুভব করে...
৭।অংশুমানের স্কেচটি আপনাদের কেমন লাগে দেখার অপেক্ষায় আমরা ...
৮।কসমোপলিটন নাগরিকের মানসিক চাপের অনুভূতি পাওয়া যাবে শিল্পী অমিত বিশ্বাসের ছবিতে... ভুক্তভোগী মাত্রেই জানেন সেটি কি বিষম বস্তু ...
 
আর ... রাজর্ষি চট্টোপাধ্যায়ের উপন্যাসের চতুর্থ পর্ব ... ইন্দ্রনীল ঘোষের ধারাবাহিকের পঞ্চম পর্ব ।
 
বাক ৬১ ... সারা মাসের ভোজসভা ...
 
উল্লাস !!!!!!!!!
 
অনুপম মুখোপাধ্যায়

সম্পাদক : বাক পত্রিকা


No comments:

Post a Comment